গণপরিবহনে হাফ পাসের দাবিতে দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
দেড় থেকে দুই ঘণ্টায় সড়ক অবরোধ করে রাখার পর তাদের দাবি দাওয়া ৪৮ ঘণ্টার মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরে গেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে তারা তাদের সমাবেশ প্রত্যাহার করে নেয়। আগামী দুই দিনের মধ্যে তাদের দাবি দাওয়া মেনে নওয়া না হলে বৃহস্পতিবার থেকে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে তারা।
টানা কয়েক দিনের মতো আজ মঙ্গলবারও গণপরিবহনের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামে। রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’ সায়েন্স ল্যাবরেটরিতে এ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের এই ন্যায্য দাবি পাশে সরকার ও প্রশাসনকে চাই।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নিউমার্কেট সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফলে হাজার হাজার মানুষ বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়া শুরু করে।