মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে দু’টি ট্রাক থেকে বাংলাদেশসহ ১২ দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।
মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট-আইএনএম এই তথ্য নিশ্চিত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন। আটকদের মধ্যে বেশির ভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন। তাদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী রয়েছেন।
আইএনএম জানিয়েছে, গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আট জন, ঘানার ছয় জন, ভেনেজুয়েলার চার জন, ইকুয়েডরের চার জন, ভারতের এক জন এবং ক্যামেরুনের এক জন অভিবাসনপ্রত্যাশীকে দু’টি ট্রেইলারে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে।
তাঁদের হয় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে কিংবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে আইএনএম জানিয়েছে।