বহু বছর পর ২০২৩ সালের জলবায়ু সম্মেলন হবে মধ্যপ্রাচ্যে

1676
শেয়ার করতে ক্লিক করুন

২০২৩ সালে কপ২৮ জলবায়ু সম্মেলন আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বেছে নেয়া হয়েছে।

এক টুইটে এ খবর জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাকতুম।

বহু বছরের মধ্যে এটিই হবে মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার এবং ওপেকভুক্ত কোনও দেশে তৃতীয়বারের মতো বার্ষিক জলবায়ু আলোচনা।

দুবাই শাসক বলেন, এ সম্মেলন সফল করতে আমরা যথাসম্ভব সব কিছু করব। ইউএই পৃথিবীকে রক্ষায় জলবায়ু পরিবর্তন রোধের বৈশ্বিক তৎপরতায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

আমিরাতের আগে ২০১২ সালে ওপেকভুক্ত (বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন) দেশ কাতার এবং তারও আগে ২০০৭ সালে ইন্দোনেশিয়া জলবায়ু সম্মেলন আয়োজন করেছিল।

আগামী বছর অর্থাৎ, ২০২২ সালে জলবায়ু সম্মেলন আয়োজন করবে মিশর।

আর এর পরের বছর ২০২৩ সালে জলবায়ু সম্মেলন আয়োজন সম্পর্কে ইউএইর জলবায়ু ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মরিয়ম বিন্তে মোহাম্মদ আল হাইরি টুইটারে বলেছেন, তারা বৈঠক অনুষ্ঠান করতে প্রস্তুত, যে বৈঠক জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে দেশগুলোর প্রচেষ্টায় গতি সঞ্চার করবে।

শেয়ার করতে ক্লিক করুন