রোহিঙ্গারা অপরাধ করলে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

1703
শেয়ার করতে ক্লিক করুন

রোহিঙ্গারা অপরাধ করলে ছাড় দেয়া হবে না বলে রোহিঙ্গাদের হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করতে হবে। কোনোভাবেই কোনো অপরাধের সঙ্গে জড়ানো যাবে না। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোহিঙ্গাদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা রক্তপাতে মেতে উঠবেন না। আমাদের ভূমিতে আশ্রয় পেয়েছেন। যতদিন প্রত্যাবাসন না হয়, ততদিন এখানে সুশৃঙ্খলভাবে থাকেন। সুষ্ঠু ও সুন্দরভাবে জীবপনযাপন করেন।’

তিনি বলেন, অপরাধ কার্যকলাপ বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকপাচার বন্ধ না করলে কঠোর হাতে দমন করা হবে। এসব থেকে যোজন দূরে থাকতে হবে।

শেয়ার করতে ক্লিক করুন