করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

1837
শেয়ার করতে ক্লিক করুন

করোনায় গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯০১ জন। এসময়ে করোনা শনাক্ত হয়েছেন ২১৫ জন। এতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন।

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন (রোববার) করোনায় ৪ জনের মৃত্যু হয়। ওই সময় শনাক্ত হন ১৭৮ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত বেড়েছে যথাক্রমে ২ ও ৩৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৯ জন। তাতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন। একইসময়ে ১৬ হাজার ৭৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮১২টি। বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

এখন পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৯৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম মানুষের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা যান।

শেয়ার করতে ক্লিক করুন