ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

1719
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি
শেয়ার করতে ক্লিক করুন

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে লক্ষ্য করে তার বাসভবনে ড্রোন হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

রোববার (৭ নভেম্বর) ইরাকি সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। তবে সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়। এ হামলায় খাদিমির ব্যক্তিগত সুরক্ষার বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

এখনও কোনো গোষ্ঠী বা দল তাৎক্ষণিকভাবে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে খাদিমির বাসভবনে হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করতে ক্লিক করুন