আওয়ামী লীগকে গণবিরোধী আখ্যা দিয়ে সরকার উৎখাতে সারা দেশে রাজপথ দখলে নেয়া দরকার বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ।
শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণকে মাঠে নামতে হবে তাহলেই পরিবর্তন করা সম্ভব। বাড়িতে বসে থাকা চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গণফোরাম আরও সভাপতি বলেন, তাদের থেকে দেশকে উত্তরণ ঘটাতে হবে। সারাদেশের রাজপথে যখন দখলে আসবে, তখন দেশে মানুষের শাসন প্রতিষ্ঠা পাবে।
একই অনুষ্ঠানে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক হামলার দায় চাপাতে সরকার জজ মিয়া ঘটনার খোঁজ করছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সম্মেলনে আরও কয়েকজন রাজনীতিক বক্তব্য দেন।