সরকারকে বিব্রত করতেই সংখ্যালঘু ধর্ষণ ও মৃত্যুর গল্প ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতায় সহিংসতায় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং কোনো মন্দিরও ভাঙা হয়নি। সরকারকে বিব্রত করতে কিছু উৎসাহী গণমাধ্যম এবং ব্যক্তি সংখ্যালঘু ধর্ষণ ও মৃত্যুর সাজানো গল্প ছড়াচ্ছে।ৎ
বিবৃতিতে তিনি আরও বলেন, সাম্প্রতিক ধর্মীয় সহিংসতায় আজ পর্যন্ত ছয়জন মারা গেছেন। এদের মধ্যে চারজন মুসলিম, যারা হিন্দু স্থাপনায় আক্রমণ চেষ্টায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। অপর দু’জন সনাতন ধর্মাবলম্বী যার মধ্যে একজনের স্বাভাবিক মৃত্যু এবং আরেকজন পানিতে ডুবে মারা গেছেন।