নোয়াখালীতে সহিংসতায় ৩ আসামির স্বীকারোক্তিমূলক

1899
শেয়ার করতে ক্লিক করুন

নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেপ্তার আরো তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শনিবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনিতা গুহ ফৌজধারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

তিন আসামি হলেন- রিপন আহাম্মেদ মাহীর, আরাফাত হোসেন রাজিব ও ইব্রাহিম খলিল রাজিব। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার মোট চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, মন্দির ও পূজামণ্ডপে হামলা ভাঙচুরের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত তিন আসামিকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে রাতে তাদেরকে জেলার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

গত ১৫ অক্টোবর জুম্মার নামাজের পর নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা ১০ মামলায় ১১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত আসামি ৬৩ জন এবং সন্দেহভাজন আসামি ৫৯ জন।

শেয়ার করতে ক্লিক করুন