কুমিল্লার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

1926
শেয়ার করতে ক্লিক করুন

কুমিল্লার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উদযাপন পরিষদের নেতারা দেখা করতে গেলে এ আশ্বাস দেন তিনি।

বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় আসেন পূজা উদযাপন পরিষদের নেতারা। প্রায় আধা ঘণ্টা পর বের হন তারা।

পরিষদের নেতারা বলেন, এ ঘটনাকে সরকার যে গুরুত্ব সহকারে দেখছে সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তারা জেনেছেন। সেইসাথে মন্ত্রীর কথায় আশ্বস্তও হয়েছেন।

কুমিল্লার ঘটনা সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র কিনা সেটি খতিয়ে দেখার আহ্বানও জানান নেতারা।

শেয়ার করতে ক্লিক করুন