ফের হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

1728
শেয়ার করতে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা নিশ্চিত হতে তাকে দুই-একদিন সেখানে থাকতে হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশানের বাসা ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

খালেদার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ বোধ করছেন বেগম জিয়া। তার শরীরে জ্বর আছে।

এভারকেয়ারেরবিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রীর চেকআপ করেন।পরে তার শারীরিক অবস্থা নিশ্চিত হতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্নীতি মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদাকে কারাগারে পাঠান আদালত। তবে করোনা পরিস্থিতিতে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘মানবিক বিবেচনায়’ গত বছর ২৫ মার্চ তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

৭৬ বছর বয়সী খালেদা বহু দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। গুলশানের বাসা ফিরোজায় অবস্থানকালে গত এপ্রিলে তিনি করোনা আক্রান্ত হন। ওই সময় প্রায় দুই মাস বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে কাটান।

শেয়ার করতে ক্লিক করুন