রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহ।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। আটক ব্যাক্তির নাম খলিল।
শুক্রবার (১ অক্টোবর) সকালে তাকে আটক করে পিবিআই।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটিতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতকাল বিকেলে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে দাফন করা হয় মুহিবুল্লাহর মরদেহ। বুধবার রাতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন এই রোহিঙ্গা নেতা। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মিশন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।