যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় কার্যক্রম। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন তিনি।
এর পর দ্বিপাক্ষিক বৈঠক করেন সুইডেন এবং কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে। নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে বৈঠকে অংশ নেন নারী নেতৃবৃন্দের সাথে।
এসময় নারী পুরুষের বৈষম্য দূর করতে বিশ্বে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানান শেখ হাসিনা। লিঙ্গ সমতা অর্জনে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাবও দেন তিনি। বিকেলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা।
এ অধিবেশন ২১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ঐতিহাসিক ভাষণ দেন। তার পদাঙ্ক অনুসরণ করে বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন বর্তমান সরকার প্রধান।
অধিবেশনের প্রথম দিন বক্তৃতা রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোসহ আরও বেশকয়েকজন বিশ্বনেতা। গত বছর করোনার কারণে ভিডিও বার্তার পাঠিয়ে এতে অংশ নিয়েছিলো বিশ্ব নেতারা।
এবারের অধিবেশনের মূল আলোচনার বিষয় করোনাভাইরাস ও জলবায়ু পরিবর্তন।