ভোট আয়োজনে চাপ বেড়েছে ইসির

1912
শেয়ার করতে ক্লিক করুন

২০১৭ সালে দায়িত্ব নেয়ার পর কেএম নুরুল হুদার নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে বাকী আর মাত্র ৫ মাস। তবে করোনা সংক্রমনের কারণে বেশ কিছুদিন নির্বাচন বন্ধ থাকায় শেষ দিকে চাপ বাড়ছে কমিশনের। মাত্র ৫ মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, ও একটি সিটি করপোরেশনের ভোট আয়োজন করতে হবে ইসির।

কমিশন বলছে, ৪ হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদে আগে ৬ থেকে ৭ দফায় ভোট হলেও এবার হাতে সময় না থাকায় তিন দফায় ভোট করতে চায় কমিশন। সে হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে সবগুলো ইউনিয়নের ভোট। এছাড়া স্থগিত হওয়া কিছু পৌরসভার ভোটও হবে এ সময়ের মধ্যেই।

ইউনিয়ন ও স্থগিত পৌরসভার পরই হবে জেলা পরিষদের নির্বাচন। তাই মেয়াদের শেষ সময়ে দম ফেলার সুযোগ নেই কমিশনের হাতে।

তবে, সব ছাপিয়ে আলোচনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট। কেননা এরই মধ্যে শুরু হয়েছে ভোট আয়োজনের প্রস্তুতিও।

একদিকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ কমছে ভোটে, অন্যদিকে ভোটার খরায় প্রশ্নবিদ্ধ দেশের নির্বাচন ব্যবস্থা, তবুও শেষ সময়ে ভোটে আশার আলো দেখতে চায় কমিশন।

শেয়ার করতে ক্লিক করুন