উত্তর কোরিয়া পূর্ব সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জানাল দক্ষিণ কোরিয়া

1911
শেয়ার করতে ক্লিক করুন

পূর্ব সাগরে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কথা বলা হয়েছে।

প্রথমে জয়েন্ট চিফ অব স্টাফ জানান, কিছু একটা ছোড়া হয়েছে। অন্যদিকে, জাপানের কোস্টগার্ডও জানায়, কোনো একটা কিছু ছোড়া হয়েছে। সেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে জাতিসংঘের আনা রেজল্যুশন ভঙ্গের অন্যতম একটি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

তবে, দক্ষিণ কোরিয়া ও জাপান বিস্তারিত কিছু জানায়নি।

শেয়ার করতে ক্লিক করুন