স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে চলবে কঠোর নজরদারি

1894
শেয়ার করতে ক্লিক করুন

কোন স্কুল-কলেজ স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে চলবে নজরদারি। এসময় স্কুলড্রেসের ব্যাপারে কড়াকড়ি না করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

রোববার সকালে আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এ কথা জানান তিনি।

১২ বছরের উপরে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ সময় করোনার পাশাপাশি ডেঙ্গু থেকে রেহাই পেতে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলেও জানান তিনি।

স্কুল- কলেজের বেতনের বিষয়ে কতৃপক্ষকে মানবিক আচরণ করতে আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় খোলার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান এই সপ্তাহে উপাচার্যদের বৈঠক খোলার সিদ্ধান্ত হবে।

করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর, দেশের স্কুল-কলেজে শুরু হয়েছে ক্লাস। সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস।

শেয়ার করতে ক্লিক করুন