মাওয়া চ্যানেলে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ

2096
শেয়ার করতে ক্লিক করুন

পানির প্রবাহ বেড়ে যাওয়ায় মাওয়া চ্যানেলে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, পানির স্রোত না কমা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, অতিরিক্ত বৃষ্টি না হলে আগামী ১০ দিনের মধ্যে মাওয়া রুটে ফেরি চলাচল শুরু করা যাবে।
এদিকে পদ্মার প্রবল স্রোত, নদীতে পানি বৃদ্ধির কারণে পন্টুন ও পন্টুনের রাস্তা মেরামত, পুরাতন ফেরি চলাচলের অক্ষমতাসহ নানা সমস্যায় জর্জরিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল কার্যক্রম।

এ সব সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এই রুটে। আর এসব কারণে প্রতিদিনই মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আটকা পড়ে থাকছে শত শত যানবাহন। এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক, সহযোগী ও যাত্রীরা।

কয়েকজন ভুক্তভোগী জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হয়। ফেরি পার হতে সময় বেশি লাগে। পুরনো ফেরি চলতে পারে না- এসব সমস্যা তো কর্তৃপক্ষ জানে। তাহলে আগে থেকেই এ ব্যাপারে প্রস্তুতি নেয় না কেন? টাকা ছাড়া তো ফেরি পার করে না। টাকা দিয়ে এই ভোগান্তি সহ্য করব কেন- প্রশ্ন রাখেন তারা।

শেয়ার করতে ক্লিক করুন