অন্তর্বর্তী সরকারের ঘোষণা তালেবানের

1924
শেয়ার করতে ক্লিক করুন

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। এর কয়েকজন মন্ত্রীর নামও জানিয়েছে তারা। দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হচ্ছেন সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। খবর বিবিসি, আলজাজিরা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন আফগান সরকারের উপনেতা হচ্ছেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সিরাজউদ্দিন হাক্কানি। অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বদরী। আর মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে করা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এর মাধ্যমে সারাদেশ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় তারা। তবে ৩৪তম প্রদেশ পাঞ্জশির নিয়ে লড়াই চলছিল। অবশেষে মঙ্গলবার সকালে পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করে এ উপত্যকা দখলের ঘোষণা দেয় তারা। এরপরই অন্তর্বর্তী সরকার ঘোষণা করল তালেবান। অবশ্য কয়েকদিন ধরেই এর প্রস্তুতি চলছিল। যদিও পূর্ণ আফগান সরকার গঠনেরই কথা জানিয়েছিল তারা।

শেয়ার করতে ক্লিক করুন