চালু হয়নি অ্যান্টিবডি পরীক্ষা

1920
শেয়ার করতে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার আট মাস পরো চালু হয়নি অ্যান্টিবডি পরীক্ষা। কেন চালু হচ্ছে না এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গবেষণা ছাড়া সবার জন্য উন্মুক্ত করা ঠিক হবে না। তবে বিশেষজ্ঞদের পরামর্শ পেলে বিবেচনা করা হতে পারে।

করোনা মহামারি শুরুর দিকে দেশে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষা অনুমোদনের পরামর্শ দিয়েছিল বিশেষজ্ঞরা। গতবছর অ্যান্টিজেন পরীক্ষা অনুমোদন দেয় সরকার এবং এই পরীক্ষা এখনো চালু আছে।

গত ২৪ জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে বলে ঘোষণা দেন। কিন্তু মন্ত্রীর ঘোষণার আট মাস পরো চালু হয়নি এ পরীক্ষা।

চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, সংক্রমণ কী মাত্রায় ছড়িয়েছে তা অ্যান্টিবডি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তাই এ পরীক্ষা খুব জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, আপাতত সবার জন্য অ্যান্টিবডি পরীক্ষা উন্মুক্ত করার পরিকল্পনা নেই।

ভ্যাকসিন দেয়ার আগে অ্যান্টিবডি টেস্ট করা হলে টিকার অপচয় হতো না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করতে ক্লিক করুন