৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

2188
শেয়ার করতে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের মধ্যে ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। তবে পর্যটন ভিসাধারী যাত্রীরা এই সুযোগ পাবেন না।

আজ শনিবার রাতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এই তথ্য জানা গেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়।

এর অংশ হিসেবে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ৪ আগস্ট ভারতকে চিঠি পাঠায়। এতে সাড়া দেয় ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিজিএ)।

শেয়ার করতে ক্লিক করুন