ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ২১

2138
শেয়ার করতে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লাইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে যাত্রীবোঝাই নৌকার মুখোমুখি সংঘর্ষে ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখন পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এ তথ্য জানান।

এর আগে বিকাল ৫টায় জেলার বিজয়নগর উপজেলার লাইসকা বিলে যাত্রীবোঝাই নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নৌকায় থাকা আঁখি আখতার নামের এক যাত্রী জানান, নৌকাটি বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। তিনি সাঁতরে উঠতে পারলেও তার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির তখনও সন্ধান পাননি বলে জানান আঁখি আখতার।

শেয়ার করতে ক্লিক করুন