রাজধানীতে আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৭

2042
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, নিউজগার্ডেনবিডি.কম
রাজধানী ঢাকার মিরপুরে একটি আবাসিক ভবনে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (বুধবার দিবাগত) রাত ১টার দিকে মিরপুর-১১ নম্বরের সি-ব্লকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, দগ্ধ হওয়া প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রায় সবারই শ্বাসনালীতে ক্ষত হয়েছে।

দগ্ধরা হলেন- শফিক (৩৫), সুমন (৪০), রওশন আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫), রেনু (৩৫) ও নওশীন (৫)।

ঘটনাস্থলের আশেপাশের লোকজন জানিয়েছেন, মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়িটির গ্যাস সংযোগ মেরামত করার সময় লাইন পরীক্ষা করতে নিচতলার চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন ধরে যায়।

শেয়ার করতে ক্লিক করুন