পদ্মায় নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান ২৩ ঘণ্টায়ও মেলেনি

2094
সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। ছবি: সংগৃহীত
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, নিউজগার্ডেন বিডি.কম
ফরিদপুরে পদ্মা নদীতে গতকাল ট্রলারডুবির ঘটনায় দুই শিক্ষক নিখোঁজের ২৩ ঘণ্টা অতিবাহিত হেেলও তাদের সন্ধান পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ সকালে পাটুরিয়া থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি ডুবরি দল উদ্ধার অভিযানে ফরিদপুর এসেছেন। তারা সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

নিখোঁজ দুই শিক্ষক হলেন- ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

এর আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের মদনখালীর মাথায় নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।

ওই ট্রলারে ফরিদপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক ও ট্রলারচালকসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও চালকসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যান।

শেয়ার করতে ক্লিক করুন