ভারতের দেয়া উপহার আরো ৪০ এ্যাম্বুলেন্স এখন দেশে

2200
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল, নিউজগার্ডেনবিডি.কম
বৈশ্বিক অতিমারি করোনাভাইরাস মোকাবিলায় ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরো ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এ্যাম্বুলেন্সলো বাংলাদেশে আসে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে আজ সকালে ৪০টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।’

ভারতের হরিদাশপুর (পেট্রাপোল) স্থলবন্দরের ছাড়পত্র পাওয়ার পর এ্যাম্বুলেন্সগুলো সকাল সাড়ে ৯টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।

৪০টি এ্যাম্বুলেন্স বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।

ভারতের দেয়া উপহারের এ্যাম্বুলেন্সগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে উত্তরা মোটরস লিমিটেড। সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, অ্যাম্বুলেন্সগুলো খালাস করতে কাস্টমসে প্রয়োজনীয় নথি দেয়া হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা দেবে এগুলো।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় ১০৯টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে গত ২১ মার্চ প্রথম চালানে একটি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি এবং আজ তৃতীয় চালানে ৪০টি— মোট ৭১টি এ্যাম্বুলেন্স দেশে এসেছে। বাকি এ্যাম্বুলেন্সগুলো আগামী মাসে পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন