ডিসেম্বরের মধ্যে ৪ হাজারেরও বেশি নির্বাচন

2099
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, নিউজগার্ডেনবিডি.কম
নির্বাচন কমিশন (ইসি) আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার ১০০টিরও বেশি নির্বাচন করতে যাচ্ছে। এ সময়ের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) মেয়র নির্বাচন, সব জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এ ছাড়াও, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার গতকাল সোমবার কমিশন সভা শেষে তিনি বলেন, প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা প্রচারণা চালাতে পারবে।

গত ১১ মার্চ সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সিলেট-৩ আসনটি শূন্য হয়।

ইসি সচিব জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন, এনসিসি মেয়র নির্বাচন, ১৬৭টি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন, দ্বিতীয় ধাপের নির্বাচন এবং নয়টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে কমিশনকে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারির মধ্যে ৬১টি জেলা পরিষদের নির্বাচন করতে হবে।

এ ছাড়াও, নয়টি পৌরসভা নির্বাচনও করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল এবং আরও ২০টি পৌরসভায় মেয়রের পাঁচ বছরের মেয়াদ শিগগির শেষ হবে।

এনসিসি মেয়রের মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারিতে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী বর্তমান মেয়রের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন সম্পন্ন করতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে।

শেয়ার করতে ক্লিক করুন