জাপানি নারীর দু’সন্তানকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ

2062
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, নিউজগার্ডেনবিডি.কম
জাপানি নারী নাকানো এরিকোর গর্ভজাত দুই শিশুসন্তানকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুই সন্তানকে নিজ নিজ জিম্মায় নেওয়ার অনুমতি চেয়ে মা নাকানো এরিকোর করা রিট পিটিশন এবং বাবা ইমরান শরীফের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গতকাল রোববার দুই শিশুকে তাদের বাবা ইমরান শরীফের জিম্মা থেকে নিয়ে যাওয়া হয়।

এরিকোর আইনজীবী শিশির মনির জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে।

আজকের আদেশেও আগামী ৩১ আগস্ট নাকানো জেসমিন মালিকা (১১) ও নাকানো লায়লা লিনাকে (১০) আদালতে হাজির করার নির্দেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

এ ছাড়া, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা এরিকোকে এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা ইমরানকে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে।

পাশাপাশি, হাইকোর্ট এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং ইমরানের আইনজীবী ফৌজিয়া করিম ফিরিজিকে বিষয়টি সমাধানের জন্য কার্যকর ভূমিকা পালন করতে বলেছেন।

শেয়ার করতে ক্লিক করুন