সিলেট-৩ আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর

1931
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, নিউজগার্ডেনবিডি.কম
জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক শেষে কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এই নির্বাচন ২৮ জুলাই হওয়ায় কথা থাকলেও ২৬ জুলাই হাইকোর্টের স্টে অর্ডারের কারণে হয়নি।

তিনি বলেন, ‘কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন, নয়টি পৌরসভা নির্বাচন, প্রথম ধাপের ১৬৭টি স্থগিত ইউপি নির্বাচন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ও নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে কমিশন আগামী সেপ্টেম্বরে সিদ্ধান্ত নেবে।’

কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনগুলো শেষ করবে, তিনি জানান।

শেয়ার করতে ক্লিক করুন