চীন থেকে আসবে আরো ৬ কোটি ডোজ টিকা

2120
শেয়ার করতে ক্লিক করুন

চীন থেকে আরো ৬ কোটি ডোজ করোনার টিকা আনার চুক্তি হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ২ কোটি করে মোট ৪ কোটি ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা চিকিৎসার জন্য নির্মিত এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। পরে ফিল্ড হাসপাতাল প্রসঙ্গে বলেন, এ হাসপাতালে ৪০ টি আইসিইউসহ ৩৫৭ টি শয্যায় থাকবে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবারহ নিশ্চিতে ১০ হাজার লিটারের অক্সিজেনের ভিআইপি ট্যাংক স্থাপন করা হয়েছে।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ১৭ হাজার শয্যা থাকলেও বেশিরভাগ পূর্ণ। তাই সচেতন না হলে শুধু শয্যা বাড়িয়ে লাভ হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শেয়ার করতে ক্লিক করুন