খেলাধুলা-সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের অবদান অবিস্মরণীয়: প্রধানমন্ত্রী

2129
শেয়ার করতে ক্লিক করুন

জাতি গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৫ আগস্ট) শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ক্রীড়াক্ষেত্রে উৎসাহ দিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে প্রবর্তিত হয়েছে, ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’। ২০২১ সালের জন্য ৭টি বিভাগে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি প্রতিষ্ঠান যা প্রাপ্তির গৌরব অর্জন করলো।

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীর দিন জাতীয় ক্রীড়া পরিষদে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় খেলাধূলা-সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, বেঁচে থাকলে তিনি যুব সমাজের জন্য আরও অনেক কাজ করতে পারতেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতা কিংবা বিত্ত -বৈভবের প্রতি আকর্ষণহীন ছিলেন শেখ কামাল। বরং দেশকে গড়ে তুলতে আত্মনিয়োগ করেন তিনি।

শেয়ার করতে ক্লিক করুন