প্রযোজক নজরুল ইসলাম রাজ আটক, মাদক উদ্ধার

2165
শেয়ার করতে ক্লিক করুন

চিত্রনায়িকা পরীমনিকে আটকের পর এবার আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজকে মাদকসহ আটক করেছে র‌্যাব। তার বাসা থেকে মাদক, যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। তার বাসায় এখনো র‌্যাব অভিযান চালাচ্ছে।

বুধবার তার বনানীর জি বক্লের বাসায় রাত ৮টার দিকে এ অভিযান শুরু হয়।

মূলত অর্থপাচারের অভিযোগে রাজের বাসায় অভিযান শুরু হয়। অস্ত্র ও মাদক ব্যবসায়ও সে জড়িত বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।

পরীমনির বড়পর্দায় অভিষেক ২০১৫ সালে, ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে। যার প্রযোজক ছিলেন নজরুল ইসলাম রাজ।

গেল এপ্রিলে গুলশানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মোসারাত জাহান মুনিয়ার মরদেহ। রাজ ছিলেন তার প্রথম স্বামী। তিনিই মুনিয়াকে প্রথম ঢাকায় নিয়ে আসেন।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরীমনির বনানীর বাসায় অভিযান পরিচালনা করেন র‌্যাব। পরে তাকে রাত ৮টার কিছু পরে বের করে র‌্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করতে ক্লিক করুন