মডেল পিয়াসা মাদকসহ আটক

2081
শেয়ার করতে ক্লিক করুন

রাজধানীর বারিধারা এলাকা থেকে মডেল পিয়াসাকে মদ, ইয়াবা ও বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যসহ নিজ বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (১ আগস্ট) রাতে গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল বারিধারার ৯ নং রোডের ৩ নং বাসায় এ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, পিয়াসা’র বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্বে দিচ্ছেন ডিএমপির সাইবার ক্রাইমের উপ-কমিশনার শরিফুল ইসলাম।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে।

সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয়েছিল তাতেও পিয়াসার নাম ছিল।

প্রসঙ্গত, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার ডিভোর্স হয়েছিল।

শেয়ার করতে ক্লিক করুন