হানা দিতে পারে করোনা’র নতুন ভ্যারিয়েন্ট

2096
শেয়ার করতে ক্লিক করুন

ফরাসি বিজ্ঞানীরা আশংকা প্রকাশ করেছেন, চলতি বছর শীতের মধ্যেই করোনা’র নতুন একটি ভ্যারিয়েন্ট দেখা দিতে পারে।

দেশটির বিজ্ঞানী পরিষদের শীর্ষ কর্মকর্তা জঁ-ফ্রাঁসোয়া দেলফ্রেসি এই আশংকার কথা জানান। ফরাসি বার্তা সংস্থা কানেকশন-এর খবর।

জঁ-ফ্রাঁসোয়া দেলফ্রেসি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক ধরনে রূপ নিয়েছে করোনাভাইরাস। সম্প্রতি ডেল্টা ধরনের দাপটে বিশ্বে নতুন করে সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে করোনা’র তৃতীয় ঢেউ এসে গেছে।

ফ্রান্স অবশ্য জানিয়েছে, তারা চতুর্থ ঢেউয়ের মুখোমুখি। শুক্রবার ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা শীতের মধ্যেই নতুন ভ্যারিয়েন্ট আসার বার্তা জানিয়ে সতর্ক করেছেন।

নতুন এই ভ্যারিয়েন্ট কতোটা সংক্রামক হবে, ডেল্টা’র থেকেও ভয়ংকর হবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না বলে তিনি জানিয়েছেন। ফ্রান্সের মানুষদের আগের মতো মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন তিনি।

ইতিমধ্যে চতুর্থ ঢেউ সামাল দিতে ফরাসি সরকার ‘হেলথ পাস’ ব্যবস্থা চালু করেছে। বুধবার থেকে সিনেমা, জাদুঘর ও সুইমিংপুলসহ যেকোনো প্রকাশ্য স্থানে যেতে কোভিড নেগেটিভ রিপোর্ট বা টিকাদানপত্র দেখাতে হচ্ছে।

শেয়ার করতে ক্লিক করুন