২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন

2086
শেয়ার করতে ক্লিক করুন

আগামী ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয়া হবে । সেসময় গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব মিল কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় সারা দেশে করোনা রোধে সরকার কঠোর অবস্থানে যাবে বলেও জানান তিনি।

শনিবার সকালে চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় ভ্যাকসিনের বিকল্প হিসেবে সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে এই সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

পশু ব্যবসায়ী, দোকান মালিক ও ঈদে বাড়ি ফেরা মানুষের কথা চিন্তা করে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করার কথা জানিয়ে প্রজ্ঞাপন দেয়া হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহনও, রেল চালু করা হয়। এছাড়া খুলে দেয়া হয় দোকানপাট, শপিং মল। তবে ২৩ জুলাই থেকে আবারো কঠোর বিধিনিষেধ শুরু হবে বলে আগেই জানিয়েছিল তথ্য অধিদপ্তর।

শেয়ার করতে ক্লিক করুন