পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য শামসুল আলম প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পেতে যাচ্ছেন। আগামী রোববার সাড়ে সাতটায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তিনি টানা ১২ বছর জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জন তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়।
শামসুল আলম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তার ১২ বছরের কাজের স্বীকৃতি দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
শামসুল আলম বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পান। এরপর কয়েকবার তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।
জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা, পরিপ্রেক্ষিত পরিকল্পনাসহ ১১৪টি প্রকাশনা প্রকাশ করা হয়। জিইডিয়ের সদস্য দায়িত্ব পালনের আগে তিনি তিন দশকের বেশি সময় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।