বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌ স্থাপত্য ও নৌ প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র আবদুল মতিন গত ৩০ জুন থেকে অবসরোত্তর ছুটি ভোগ করছিলেন। চুক্তিভিত্তকি এই নিয়োগের ফলে স্বপদে ফিরলেন তিনি।

প্রসঙ্গত: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক নদী খনন ও নৌপথ পুনরুদ্বার কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা, নিষ্ঠা ও সততায় সন্তুষ্ট হয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জাতীয় স্বার্থে আবদুল মতিনকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করেন। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এতে সম্মতি দেন। এরপর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সোমবার এই নিয়োগ আদেশ জারি হয়।