হ্যাভিলী প্রোপাইটিজের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, থানায় মামলা

1828
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক: হ্যাভিলী প্রোপার্টিজ নামে একটি আবাসন কোম্পানী কাছে ৫০ লক্ষ টাকা চাদা দাবি করায় ভূমি দস্যু মোস্তফা কামালের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। ৫০ লক্ষ টাকা চাঁদা না দেওয়াতে হামলা, চুরি, ডাকাতি ও ভাংচুরেরও হুমকি প্রদান করা করেন।

এ ঘটনায় মো. মোকছেদ আলী বাদী হয়ে গত ৭ মে একটি মামলাটি দায়ের করা হয়। হ্যাভিলী প্রোপার্টিজের পক্ষে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতির অভিযোগ করা হয়। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হ্যাভিলী প্রোপার্টিজের কাছে চাঁদা দাবী করে আসছিল একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। যার নেতৃত্বে ছিল ভূমি দস্যু মোস্তফা কামাল।

মামলায় সূত্রে আরো জানা যায়, ভূমি দস্যু মোস্তফা কামাল বিভিন্ন ব্যক্তির জায়গা দখল করে, বড় অংকের টাকা আদায় করে নেয়। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। চাঁদা না দিয়ে মামলা দেওয়াতে ক্ষিপ্ত হয়ে টাকার দাবীতে গত ৫ এপ্রিল ভাঙ্গচুর চালিয়ে জমি দখলের অপচেষ্টা চালায়। সেই সময় মোস্তফা কামাল গুলি চালানোর চেষ্টাও করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বাদীসহ অন্যান্য ভূক্তভূগীর জীবন রক্ষা হয়।

এই বিষয়ে জানতে মামলার বাদী মোঃ মোকছেদ আলীর মোবাইলে কল করলেও তিনি কলটি রিসিভ না করায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করতে ক্লিক করুন