রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে ইইউর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

1746
শেয়ার করতে ক্লিক করুন

বাংলাদেশে রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের ( ইইউ) সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় ইউনিয়ন ডে উপলক্ষে দেওয়া দু’টি আলাদা বার্তায় তিনি এই সহায়তা চান।

ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস জানায়, ৯ মে ইউরোপীয় ইউনিয়ন ডে উপলক্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ভন ডার লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলকে আলাদা দু’টি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উভয়ের কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত ১১ লাখ রোহিঙ্গা নাগরিকদের স্বেচ্ছায়, নিরাপদে ও আত্মমর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান।

বার্তায় বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, আইনের শাসন, নারী সমতা ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখায় ইউরোপীয় ইউনিয়নকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্ব ও সহযোগিতা আরো জোরদার হবে বলে প্রত্যাশা করেন।

শেয়ার করতে ক্লিক করুন