বিএনপির উসকানিতে ২৬ মার্চে হেফাজতের তাণ্ডব: ওবায়দুল কাদের

1415
শেয়ার করতে ক্লিক করুন

দেশকে অস্থিতিশীল করার জন্য ২৬ মার্চ বিএনপির পরিকল্পিত উসকানিতে হেফাজতে ইসলাম তাণ্ডব চালিয়েছিলো বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে বিএনপির বিরুদ্ধে এ অভিযোগ করেন।

মন্ত্রী বলেন, ২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পর বিএনপি বলছে, ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত৷ এ তাণ্ডব তাদের পরিকল্পিত ছিল মনে করি। সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল, এবং তা ছিল পরিকল্পিত।

‘এ পরিকল্পনায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি এবং এ তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত। বিএনপি হঠাৎ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর হাস্যকর অপচেষ্টা করেছে ।

শেয়ার করতে ক্লিক করুন