চিশতীয়া সাইদিয়া দরবার শরীফ কমপ্লেক্সে মহিলা মসজিদ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

1351
শেয়ার করতে ক্লিক করুন

স্টাফ রিপোর্টর: চিশতীয়া সাইদিয়া দরবার শরীফ কমপ্লেক্সে লুৎফা বেগম মহিলা মসজিদ পরিদর্শন করলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাম এমপি। রবিবার রাতে এ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মসজিদের প্রতিষ্ঠাতা হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সাইদাবাদী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু প্রমূখ।

এছাড়া গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি ২০২১ইং) বেলা ১২ টায় ঢাকার সায়েদাবাদের ৮১/২ ব্রাক্ষণচিরণ দরবার শরীফ রোডে এ মসজিদের শুভ উদ্বোধন করা হয়। উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সাইদাবাদীর সার্বিক তত্বাবধায়নে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু, মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশিদ সিআইপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু প্রমূখ।

পরে ঐদিনই সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জি.এম কাদের) এমপি লুৎফা বেগম মহিলা মসজিদটি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, মসজিদের প্রতিষ্ঠাতা হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সাইদাবাদী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু প্রমূখ।

এছাড়াও আলহাজ্ব হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সাইদাবাদী আজমিরী এর বার্ষিক ইসলামী জলসা উপলক্ষে বাদজুম্মা ও রাতে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অতিথিবৃন্দ, হুজুরের পরিবারের সদস্যগণ, আলেম-ওলামাগণ, ভক্তবৃন্দ ও নানান শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

শেয়ার করতে ক্লিক করুন