‘বঙ্গবন্ধু হত্যায় জিয়ার জড়িত থাকার প্রমাণ রয়েছে’

1321
শেয়ার করতে ক্লিক করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, এ প্রমাণ যথাসময়ে জাতির সামনে তুলে ধরা হবে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। সেই হিসেবে আমরা তাকে খুনি বলেছি। এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উত্থাপন করবো। ’

গত ৯ ফেব্রুয়ারি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাব করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

শেয়ার করতে ক্লিক করুন