মিয়ানমারে এক বছরের জন্যে জরুরি অবস্থা জারি

1270
View of City Hall in Yangon, Myanmar February 1, 2021. REUTERS/Stringer
শেয়ার করতে ক্লিক করুন

মিয়ানমারের সেনাবাহিনী এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।
এর আগে সোমবার ভোরে সেনাবাহিনী দেশটির বেসামরিক নেতা অং সান সুচি এবং প্রেসিডেন্টসহ অন্যান্য সিনিয়র নেতাদের আটক করে।
সেনাবাহিনীর মালিকানাধীন মাওয়াধি টিভির এক ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ প্রয়োজন।
নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম মোকাবেলায় দেশটির নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন