‘করোনা আক্রান্তদের বাড়িতে থাকার সুযোগ দিন, অবহেলা নয়’
নিউজগার্ডেনবিডিডটকম:করোনা আক্রান্ত বা এ সংক্রান্ত যেকোনো কারণে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। কারণ, করোনা আক্রান্তদের ঘরের ভেতরে থাকার সুযোগ না দিলে বা সহযোগিতা না করলে রোগ ছড়িয়ে সবাইকে সংক্রমণ করতে পারে।
সোমবার (৯ মার্চ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই অনুরোধ জানিয়েছেন আইইডিসিআর-এর অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, বিদেশ থেকে এলেই কাউকে করোনা আক্রান্ত এমন ভাবার কোনো কারণ নেই। তবে, অবশ্যই তিনি আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইন বা নিজের বাড়িতেই সাবধানে থাকবেন।
আবার তাদের নিয়ে অন্যদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ফ্লোরা বলেন, বিদেশ থেকে এসে যারা বাড়িতে যাচ্ছেন বা বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের সঙ্গে বাজে আচরণ করবেন না। কারণ, তারা বাইরে থাকলে এটি ছড়িয়ে যাবার আশঙ্কা বেড়ে যাবে। তাই এ বিষয়ে সবাইকে সহযোগিতার মনোভাব রাখতে হবে।
এছাড়া, করোনা শনাক্ত হওয়া রোগীদের আইডি প্রকাশ না করতে গণমাধ্যমকেও অনুরোধ জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এতে আক্রান্ত ও তার পরিবার হয়রানি থেকে রক্ষা পাবে।
রোববার (৮ মার্চ) ৩ জনের পর এখন পর্যন্ত নতুন আর কেউ আক্রান্তের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।